![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Flaw-courts%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fmotin-20210415100506.jpg)
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আবদুল মতিন খসরুর মরদেহ
সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর মরদেহ তার কর্মস্থল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আনা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে লাশবাহী ফ্রিজিং গাড়িতে তার মরদেহ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি চত্বরে আনা হয়।