নববর্ষ ১৪২৮

জাগো নিউজ ২৪ সুভাষ সিংহ রায় প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২১, ২০:৪৭

পাঠকদের মধ্যে যারা বঙ্গবন্ধুর ‘কারাগারের রোজনামচা’ পড়েছেন তাদের নজরে এসেছে ২২৩ পৃষ্ঠায় ছাপা হয়েছে এইভাবে- “আমি কারাগার থেকে আমার দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানাই। ১০ সেল থেকে মিজানুর রহমান চৌধুরী আমাকে নববর্ষের শুভেচ্ছা জানাইয়া একটা টুকরা কাগজে নিম্নলিখিত কবিতাটা লিখে পাঠায়,


‘আজিকের নূতন প্রভাতে নূতন বরষের আগমনে
-মুজিব ভাইকে’


‘বন্ধু হও, শত্রু হও, যেখানে যে কেউ রও,
ক্ষমা কর আজিকার মত,
পুরাতন বরষের সাথে,
পুরাতন অপরাধ যত।’


নববর্ষের শ্রদ্ধাসহ মিজান
১লা বৈশাখ ১৩৭৪ সাল।
( ১৪ এপ্রিল ১৯৬৭ )


(‘কারাাগারের রোজনামচা’র ২২৩ পৃষ্ঠায় ছাপা হয়েছে। প্রকাশক বাংলা একাডেমি, প্রকাশকাল ২০১৭ , ফেব্রয়ারি)”।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও