![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-04%252F85d654de-62f4-45cc-bf08-97c0f99c3c00%252FUntitled_5.jpg%3Frect%3D0%252C24%252C1280%252C672%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতীকী মঙ্গল শোভাযাত্রা
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ বুধবার সকাল থেকে নেই মানুষের আনাগোনা। বছরের প্রথম দিনে চারুকলা থেকেও বের হয়নি বড় আকারের কোনো মঙ্গল শোভাযাত্রা। স্বল্প পরিসরে অবশ্য একটি প্রতীকী একটি মঙ্গল শোভাযাত্রা গতকাল মঙ্গলবার বেরিয়েছে। তবে সেখানে উপস্থিত ছিলেন জনা তিরিশেক মানুষ।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলাচল ও কাজে সরকারি বিধিনিষেধ মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার বাংলা নববর্ষ সীমিত পরিসরে প্রতীকী কর্মসূচির মাধ্যমে উদ্যাপিত হয়েছে। প্রতীকী ওই শোভাযাত্রায় চারুকলা অনুষদের শিল্পীদের তৈরি বিভিন্ন মুখোশ ও প্রতীক নিয়ে অনুষদ প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আকারে প্রতীকী মঙ্গল শোভাযাত্রা করা হয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
www.ajkerpatrika.com
| ঢাকা বিশ্ববিদ্যালয়
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ২ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে