বিষাদ আছে, আছে প্রাণও
সংস্কৃতির ললিত রূপ মোহন সুরে এমনভাবে কাজ করে চলে মানুষের গভীরে যে ঠিক ঠাহর করা যায় না, কাজটা কী হচ্ছে। পয়লা বৈশাখের অনুষ্ঠান এমনই অলক্ষ্যে এতটা বছর এ দেশের মানুষকে প্রাণিত করে আসছিল। গত শতকের সেই ষাটের দশকে ঢাকার রমনার বটমূলে ছায়ানটের বাংলা বর্ষবরণ আয়োজন প্রতিবছর যেন নিজেকে ছাপিয়ে গেছে।