সাম্প্রদায়িক উত্তাপ যেখানে বেশি, সেখানেই বিশেষ নিরাপত্তা
যেসব এলাকায় উগ্র সাম্প্রদায়িক উত্তাপ ছড়িয়ে জানমালের ক্ষতির আশঙ্কা রয়েছে, এমন সব এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারি প্রতিষ্ঠান, থানা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তায় নেওয়া হচ্ছে অতিরিক্ত ব্যবস্থা। এরইমধ্যে দেশের বিভিন্ন জেলার থানা ভবনে মেশিনগানসহ নিরাপত্তা চৌকি বসানো হয়েছে।
বিশেষ করে জামায়াত-শিবির, হেফাজত ও উগ্র সাম্প্রদায়িক শক্তি যেখানে বেশি সক্রিয়, ধারাবাহিকভাবে সেসব এলাকার জানমাল, সরকারি প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে যারা সাম্প্রদায়িক উসকানি দিয়ে শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।