রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ
করোনায় প্রতিদিন মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিয়ত আত্মীয়স্বজনের মৃত্যুর সংবাদ আসছে। সুস্থতার সাথে রমজানের রোজা রাখতে পারাও এখন সৌভাগ্য। যারা রোজা রাখার সৌভাগ্য পাবেন তাদের উচিত হবে রোজার দিনগুলো বিশেষ ইবাদতে থাকা।
মহামারি করোনায় সবার আয়-ব্যয়ের হিসেব পাল্টে দিয়েছে। ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে অনেকে নিঃস্ব। অগণিত মানুষ চাকরিচ্যুত হচ্ছে। সাধারণ খেটে খাওয়া মানুষও পড়ছে বিপাকে। অপরদিকে একশ্রেণির অসাধু ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য মজুদ রেখে অধিক মুনাফা অর্জন করছে। অভাবী মানুষেরও প্রত্যাশা থাকে রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকলে তারা নির্বিঘ্নে রমজান পালন করতে পারেন।