জন কেরির সফর ও জলবায়ু কূটনীতি
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'লিডার্স সামিট'-এ আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাতে কয়েক দিন আগে ঢাকা সফরে এসেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরি। ওবামা প্রশাসনে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময়ও ২০১৬ সালে ঢাকা সফর করেছিলেন তিনি। বৈশ্বিক জলবায়ু পরিস্থিতি ও বাংলাদেশের অবস্থান বিবেচনা করলে এবারের সফর তার চেয়েও গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।
আগামী ২২-২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য 'ভার্চুয়াল লিডার্স সামিট' আসলে একটি বৈশ্বিক জলবায়ু সম্মেলন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই সম্মেলন আহ্বান করেছেন এবং বিশ্বের গুরুত্বপূর্ণ ৪০ জন সরকার বা রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশের সরকার প্রধানের অন্তর্ভুক্তি জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক লড়াইয়ে বাংলাদেশের গুরুত্বই নির্দেশ করে। কেবল বৈশ্বিক প্রেক্ষিতে নয়; জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের দিক থেকেও আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ ও গুরুত্ববহ।
- ট্যাগ:
- মতামত
- জলবায়ু কূটনীতি
- জন কেরি