You have reached your daily news limit

Please log in to continue


‘তফসিলি’ অস্ত্রে ধার বাড়াচ্ছে বিজেপি, মোদীর বক্তব্যে এত গুরুত্বের পিছনে ৮৪ আসনের অঙ্ক

নীলবাড়ির লড়াইয়ে ধর্মীয় মেরুকরণ আগেই স্পষ্ট হয়েছে। এ বার যেন ‘তফসিলি’ ভোটব্যাঙ্ক দখলের লড়াইও শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতাই বুঝিয়ে দিচ্ছে, নতুন এই অস্ত্রে ধার দেওয়া শুরু করে দিয়েছে গেরুয়াশিবির। মতুয়া ভোটব্যাঙ্ক যাতে পদ্মের দিকে যায় তার উদ্যোগ অনেক আগেই শুরু হয়ে যায়। অমিত শাহ নিজে গিয়ে ঠাকুরনগরে সভা করেছেন। একই ভাবে রাজবংশী ভোট পদ্মমুখী করতে কোচবিহারে সভা করেছেন শাহ, মোদী দু’জনেই। তবে এখন আর শুধু মতুয়া, রাজবংশী নয়, অন্য তফসিলি সম্প্রদায়ের সমর্থন আদায়ের চেষ্টাও স্পষ্ট। চতুর্থ দফার ভোটগ্রহণের দিন গত শনিবার মোদী প্রথম বার এ বিষয়ে তৃণমূলকে আক্রমণ করতে শুরু করেন। সে দিন ২টি সভা এবং সোমবার রাজ্যে ৩টি সমাবেশে মোদী তফিসিলিদের সম্পর্কে ‘তৃণমূলের ধারণা ঠিক নয়’ বলে অভিযোগ তুলেছেন।

শনিবার মোদী তৃণমূলের বিরুদ্ধে প্রথম বার তফসিলিদের ‘ঘৃণা’ করার অভিযোগ তোলেন। বলেন, ‘‘দিদির তৃণমূলের ভাবনা কেমন, সেটা প্রকাশ্যে এসে গিয়েছে। একটা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেটা দেখে লোকে চমকে যাচ্ছে। সেই ভিডিয়োয় দিদির ঘনিষ্ঠ এক নেতা তফসিলি সম্প্রদায়ের মানুষদের অপমান করেছেন।’’ সে প্রসঙ্গ টেনে মোদী প্রশ্ন তোলেন, ‘‘দিদি, এত অহঙ্কার? এমন ভাবনা আপনার?’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন