![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-04%252Faf9ce8e2-afb0-441b-b466-0cb9ec63910b%252FRamdan_7.jpg%3Frect%3D0%252C454%252C4032%252C2117%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
কানাডায় পবিত্র রমজান শুরু কাল
কোভিডের কারণে তারাবিহর নামাজের ক্ষেত্রে প্রদেশগুলো তাদের প্রভিন্সিয়াল সরকারের কোভিড গাইডলাইন অনুসরণ করছে। তবে অধিকাংশ মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে তারাবিহর নামাজ পড়া হবে। কোভিডের আগে কানাডাতে বড় বড় মসজিদে মধ্যপ্রাচের বিভিন্ন দেশ থেকে কারি-হাফেজরা আসতেন, কিন্তু এ বছর আর তারা আসতে পারেননি।