বিদেশফেরতদের কোয়ারেন্টাইন যথাযথ হয়েছে কি না জানতে লিগ্যাল নোটিশ
বিমানবন্দর, সমুদ্রবন্দর ও স্থলবন্দর দিয়ে বিদেশফেরতদের করোনাভাইরাসে আক্রান্ত কি না তা চিহ্নিত করে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা গ্রহণ এবং মন্ত্রণালয়ের নির্ধারিত হাসপাতাল বা শেল্টার হাউসে পৌঁছে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রাখতে হাইকোর্টের দেয়া নির্দেশনা যথাযথভাবে পালন করা হয়েছে কি না, তা জানতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার (১২ এপ্রিল) ডাকযোগে স্বাস্থ্যমন্ত্রী, বিমান ও পর্যটনমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ সাতজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।