![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://barta24.com/watermark.png&path=/uploads/news/2021/Apr/12/1618203412576.jpg&width=600&height=315&top=271)
গাংনীতে ভূয়া প্রতিষ্ঠানের নামে ডিস লাইসেন্সের আবেদন
মেহেরপুরের গাংনী উপজেলায় একের পর এক ভূয়া প্রতিষ্ঠানের নামে ডিস ক্যাবল নেটওয়ার্কের ফিড লাইসেন্স আবেদন করা হচ্ছে। ইতিমধ্যে একটি প্রতিষ্ঠানকে লাইসেন্স প্রদান করা হয়েছে। এ নিয়ে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। নতুন করে আরও তিনটি প্রতিষ্ঠানের নামে আবেদন করায় এ সময় চরম বিশৃংখলার আশংকা দেখা দিয়েছে।
জানা গেছে, গাংনী উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় ৫৬টি লাইসেন্সধারী প্রতিষ্ঠান যৌথভাবে ডিস ক্যাবল ব্যবসা পরিচালনা করে আসছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে এ উপজেলার প্রায় শতভাগ এলাকায় ডিস ক্যাবল নেটওয়ার্কের কাভারেজ রয়েছে।