![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fmilon-20210411131607.jpg)
বাংলাদেশি ভেবে ভারতীয় নাগরিকের ওপর গুলি ছুড়ল বিএসএফ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বাংলাদেশি ভেবে মিলন মিয়া (২৬) নামের এক ভারতীয় নাগরিকের ওপর গুলি চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
পরে স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে জেলার নাগেশ্বরী উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠান চিকিৎসক।