গ্রামের বাড়িতে সাম্যের মরদেহের অপেক্ষায় স্বজনরা

জাগো নিউজ ২৪ বেলকুচি প্রকাশিত: ১৪ মে ২০২৫, ১৫:১৫

সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের (২৫) গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচির ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সড়াতৈল গ্রামে। সাম্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ মৃত্যু যেন মেনে নিতে পারছেন না এলাকার কেউ। গ্রামের বাড়িতে মরদেহ কখন আসবে এই অপেক্ষায় রয়েছেন তার স্বজনরা।


বুধবার (১৪ মে) সকাল ১১ টার দিকে গ্রামের বাড়িতে গেলে স্বজনদের আহাজারি করতে দেখা গেছে। রাত ১টার দিকে সাম্যের মৃত্যুর খবর পান তারা।


নিহত শাহরিয়ার আলম সাম্য ওই গ্রামের ফরহাদ সরদারের ছেলে। তার মা কয়েক বছর আগে মারা গেছেন। চার ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। পরিবারের সবাই ঢাকায় বসবাস করেন।


কথা হয় সাম্যের বড় চাচা ডা. কাউসার আলমের সঙ্গে। তিনি জাগো নিউজকে জানান, চার সন্তান নিয়ে তার ভাই ঢাকাতেই বসবাস করেন। সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। বাকি তিন ভাতিজা বিভিন্ন কর্মে নিয়োজিত।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও