কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনাযুদ্ধে সব ফ্রন্টে দক্ষ সেনাপতি দরকার

প্রথম আলো ড. সৈয়দ আবদুল হামিদ প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১, ১১:০৫

এক বছর ধরে করোনা মোকাবিলায় বেশ সাফল্য অর্জন করার পর দ্বিতীয় ঢেউ সবকিছু ওলট-পালট করে দিয়েছে। যুদ্ধজয়ের দ্বারপ্রান্তে এসে শত্রুপক্ষ তীব্র পাল্টা আক্রমণ করলে যে রকম পরিস্থিতির সৃষ্টি হয়, অবস্থাদৃষ্টে তা-ই মনে হচ্ছে। করোনাযুদ্ধের সেনাপতিরা তাই হয়তো খেই হারিয়ে ফেলেছেন। আগের মতো বিচক্ষণতার সঙ্গে যুদ্ধ পরিচালনা করতে পারছেন না।


করোনাযুদ্ধে অনেক ফ্রন্টে লড়তে হচ্ছে। একদিকে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, অন্যদিকে সংক্রমণ শনাক্ত করে রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা। জনসমর্থন আদায় ও গুজব প্রতিরোধ আরও একটা ফ্রন্ট। প্রতিটি ফ্রন্টের অবস্থা গত বছরের তুলনায় একটু বেশি নড়বড়ে মনে হচ্ছে। যেমন গতবার লকডাউন বা সাধারণ ছুটিকালে এত এলোমেলো অবস্থা দেখা যায়নি। সহযোদ্ধা প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমরা যখন হাসপাতালে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বিতরণ করতে যেতাম বা স্বাস্থ্য অধিদপ্তরে এসব সরঞ্জামের অনুমোদনের জন্য যেতাম, তখন রাস্তাঘাটে যথেষ্ট সুনসান নীরবতা লক্ষ করেছি। কিন্তু এবারের লকডাউনে জনসমাগম তেমন কমেনি। লকডাউনের তৃতীয় দিন থেকে তো শহরে গণপরিবহন চালুর অনুমোদন দেওয়া হয়েছে। তাহলে কি এ বিষয়ে আমাদের পরিকল্পনার অভাব ছিল? লকডাউন বা গণপরিবহন বন্ধের প্রতি যে জনগণের সমর্থন নেই, তা–ও কি একটু ভাবা দরকার ছিল না?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও