করোনা : শৃঙ্খলাই ওষুধ
দিন কয়েক ঘর হতে বের হইনি। লকডাউন বা নিষেধাজ্ঞার প্রতি সম্মান দেখিয়েছি। বিশেষ ছাড় দেওয়া লকডাউন উদযাপনের খবরাখবর পাচ্ছিলাম ঘরে বসেই। আসলে চাবি হারিয়ে ফেলে মনে হয় দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল লক না করে। তাই দূরপাল্লার রুটের বাস, অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল, রাইড শেয়ারিং বন্ধ হওয়া ছাড়া সকলে বিশেষ ছাড়ের লকডাউন উপভোগ করেছেন। রাজধানীসহ সারাদেশেই।