১০৫ মিনিটে ৩৬টি বই পড়ে ছোট্ট কিয়ারার রেকর্ড
প্রথম আলো
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১, ১০:১৪
তার বয়স সবে পাঁচ। এই বয়সেই ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান শিশু কিয়ারা কৌর আন্তর্জাতিকভাবে প্রশংসা কুড়িয়েছে। কিয়ারা ১০৫ মিনিটে ৩৬টি বই পড়ে রেকর্ড গড়েছে। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কিয়ারার জন্ম ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি। তার মা–বাবা দুজনেরই বাড়ি ভারতের চেন্নাইয়ে। কিয়ারার জন্ম যুক্তরাষ্ট্রে। সে যুক্তরাষ্ট্রের নাগরিক।
কিয়ারা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে থাকে। বই পড়ার এই কীর্তি দিয়ে কিয়ারা লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস ও এশিয়া বুক অব রেকর্ডসে নিজের নাম তুলেছে।
লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস কিয়ারাকে ‘শিশু বিস্ময়’ হিসেবে অভিহিত করেছে। তাকে দেওয়া সনদে ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস লিখেছে, শিশুটি গত ১৩ ফেব্রুয়ারি চার বছর বয়সে ৩৬টি বই টানা পড়েছে মাত্র ১০৫ মিনিটে।