কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রথম ধাপে করোনার টিকা নেওয়া-না নেওয়া তারকারা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১, ১৪:৫৭

সম্ভাব্য মধ্যম আয়ের দেশ, ভাগ্যের শিকেয় আদৌ কি মিলবে করোনার টিকা- প্রশ্নটি বছরের শুরুর দিকে কিংবা তারও আগে থেকে চিকন ঘামের কারণ হয়েছে সর্বস্তরে।


তবে চলতি বছরের প্রথম সপ্তাহেই সে আশংকা কেটে যায়। ৫ জানুয়ারি প্রথম টিকা গ্রহণ করে একরকম তাক লাগিয়ে দেন তারকা নওশীন নাহরিন মৌ। সেটা অবশ্য সম্মুখ যোদ্ধা কোটায়, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যকর্মী হিসেবে! কারণ, দেশটির একটি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে চাকরি করেন ঢাকার এই ডাকসাইটে সঞ্চালক-অভিনেত্রী।


৫ জুন নওশীনের মাধ্যমে শুরু হওয়া প্রবাসী তারকাদের এই মিশনে সামিল হয়েছেন সেখানে থাকা আদনান ফারুক হিল্লোল, রিচি সোলায়মান, তিন্নি, টনি, প্রিয়া ডায়েস প্রমুখ।


তবে বাংলাদেশের দিকে ফিরলে, প্রথম টিকা গ্রহণের খবর ও ছবি আসে কিংবদন্তি অভিনেত্রী সুবর্ণ মুস্তাফার কাছ থেকে। 


জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ফারুক-কবরী


চলচ্চিত্র জগতের সবচেয়ে জনপ্রিয় সেলুলয়েডে তাদের জুটি বহুকাল সিনেমাপ্রেমীদের আনন্দ দিয়েছে। সময়ের বিবর্তনে বাংলা চলচ্চিত্র কালে কালে বহু জুটির অভিনয় দেখেছে। তবে ফারুক-কবরী জুটি এখনো স্মৃতিজাগানিয়া। সেই বহুকালের চেনা জুটি এখন দুই দেশে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। দুজনেই আইসিইউতে চিকিৎসাধীন আছেন।


ষাট-সত্তর দশকের সময়টাতে স্বর্ণযুগ ছিল চলচ্চিত্রের। ফারুক-কবরী জুটি ছিল প্রশংসা ও সাফল্যের। তাদের অভিনয় সিনেমাপ্রেমীদের কখনো আনন্দে কখনো বেদনায় ভাসিয়েছেন।


গত ১৪ মার্চ থেকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউতে রয়েছেন চিত্রনায়ক ফারুক। আর দেশে করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে রয়েছেন দর্শকনন্দিত চিত্রনায়িকা সারাহ বেগম কবরী। চিত্রনায়ক ফারুক আইসিইউতে অচেতন অবস্থায় থাকলেও বৃহস্পতিবার (০৮ এপ্রিল) চিকিৎসকের ডাকে সাড়া দিয়েছেন। গত কয়েকদিনের তুলনায় তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।


করোনা আক্রান্ত সেলিম-রোজী দম্পতি


করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। করোনা শনাক্তের পর চিকিৎসকদের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছেন তারা। বুধবার (৭ এপ্রিল) শহীদুজ্জামান সেলিম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।


তিনি জানান, গত মাসের শেষের দিকে কিছুটা জ্বর, ঠান্ডা ও হাচি-কাঁশি ছিল অভিনেত্রী রোজী সিদ্দিকীর। এরপর ১ এপ্রিল কিছুটা অসুস্থতা অনুভব করেন শহীদুজ্জামান সেলিম। অসুস্থতা বাড়তে থাকলে পরের দিন তারা দুজনেই নমুনা পরীক্ষা করান। ফলাফল পজিটিভ আসে দুজনেরই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও