![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fdmx-20210410104450.jpg)
মারা গেলেন বিখ্যাত মার্কিন র্যাপার ডিএমএক্স
হার্ট অ্যাটাকের পর হাসপাতালে পাঁচ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মেনেছেন মার্কিন র্যাপার-অভিনেতা ডিএমএক্স। তার বয়স হয়েছিল ৫০ বছর। আসল নাম আর্ল সিমন্স হলেও বিশ্বব্যাপী কোটি ভক্তের কাছে ডিএমএক্স নামেই সুপরিচিত ছিলেন তিনি। খবর- বিবিসি।
বিখ্যাত এই র্যাপারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে তার পরিবার বলেছে, ‘একজন যোদ্ধা যিনি শেষ পর্যন্ত লড়ে গেছেন। আর্লের গান বিশ্বব্যাপী অগণিত ভক্তকে অনুপ্রাণিত করেছে এবং তার আইকনিক উত্তরাধিকার চিরঞ্জীব।’