![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Frmch-1-20210410095755.jpg)
অচল পড়ে আছে রামেকের পিসিআর মেশিন
দুই মাস ধরে বন্ধ রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পিসিআর মেশিন। গত বছর করোনাকালে এই ল্যাবটিতে এক ব্যাচে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হতো। অথচ কর্তৃপক্ষের অনীহার কারণে দুই মাস ধরে অচল পড়ে আছে ল্যাবটি।
এ মেশিন দুইবার চালালে একদিনেই পাওয়া যায় ১৮৮টি রিপোর্ট। তবে কর্তৃপক্ষের দাবি, পর্যাপ্ত লোকবলের অভাবে বন্ধ রয়েছে ল্যাব।