You have reached your daily news limit

Please log in to continue


আজ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত দোকান-বিপণিবিতান ৮ ঘণ্টা খোলা

কঠোর স্বাস্থ্যবিধি মেনে আজ শুক্রবার থেকে সারা দেশের দোকানপাট ও বিপণিবিতান (শপিং মল) খুলছে।

আজ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সারা দেশে দোকানপাট ও শপিং মল খোলা রাখার  যাবে।

মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

খুলল দোকানপাট, এরপর কী হবে সেই সিদ্ধান্ত রবিবার

দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন আরো কঠোর হওয়ার আভাস দিলেন, সেদিনই সরকার ঘোষিত কঠোরতা আরো শিথিল করার ঘোষণা এসেছে।

অর্থাৎ আজ শুক্রবার থেকে স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে নির্দিষ্ট সময় শপিং মল ও দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত এসেছে। এর আগে নগরে অর্ধেক গণপরিবহন চালু করা হয়। কার্যত সব কিছুই খোলার অনুমতি মিলেছে। এখন বন্ধ শুধু দূরপাল্লার যান চলাচল।

লকডাউন: এবার দোকানপাট ও শপিং মল খোলার অনুমতি দিলো সরকার

বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ আজ (বৃহস্পতিবার) এক প্রজ্ঞাপনে বলেছে কাল থেকে দোকানপাট ও শপিংমল সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা রাখা যাবে।

তবে এ সময় স্বাস্থ্যবিধি প্রতিপালন না করা হলে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামাল দিতে সোমবার থেকে যে 'লকডাউন' শুরু হয়েছে বাংলাদেশে শুরু থেকেই তার বিরোধিতা করছিলো ব্যবসায়ীরা।

দোকানপাট খোলা, মানুষ মানছে না লকডাউন

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশে ৭ দিনের লকডাউন দেওয়া হলেও অনেকেই তা মানছেন না। লকডাউনের নিষেধাজ্ঞা ভেঙেই ঢাকার আশপাশের বিভিন্ন শহরে দোকানপাট খোলা রাখা হয়েছে। রাস্তায় চলা ফেরা করছে মানুষ।

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন