তবে জীবন বাঁচাতে হবে আগে

ইত্তেফাক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২১, ১৩:১৪

লকডাউনে বাংলাদেশ। যখন লেখাটি লিখছি, জানালা দিয়ে বাইরের ব্যস্ত রাজপথের যে দৃশ্যটি দেখতে পাচ্ছি, তা অবশ্যই ইউরোপের লকডাউনের যে ছবিগুলো আমরা টিভির পর্দায় দেখে অভ্যস্ত, তার চেয়ে একেবারেই ভিন্ন। এমনকি গত বছরের সাধারণ ছুটির ঢাকার চিত্র থেকেও এটি আলাদা। সংগত কারণেই প্রশ্ন উঠেছে লকডাউন, না কি লকডাউন না?


লকডাউন শব্দটার সঙ্গে আমাদের পরিচয় এক বছরের অল্প কিছু বেশি সময় আগে। পরিচয়টা প্রথমে চীনাদের হাত ধরে আর তারপর ইউরোপের ছবি দেখে দেখে। পৃথিবীর এই দুই অংশের লকডাউনের ভিন্নতাও কিন্তু স্পষ্ট। লকডাউন বললেই চলে আসে বাস্তবায়নের প্রশ্নটি আর সঙ্গে চলে আসে পুলিশিংয়ের ব্যাপারটাও। চীনে যত কড়াকড়িভাবে লকডাউন করা গিয়েছিল ততটা কড়াকড়ি ছিল না ইউরোপে। আর এর কারণটাও স্পষ্ট। গণতান্ত্রিক সমাজে চীনা মডেলের লকডাউন বাস্তবায়ন অসম্ভব। কোভিডে আক্রান্ত রোগীর স্বজনদের চীনা পুলিশের বাসা থেকে টেনেহিঁচড়ে কোয়ারেন্টাইনে যেতে বাধ্য করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আমাদের দেখা। কাজেই আমরা যদি চীনা ধাঁচের লকডাউন এদেশে প্রত্যাশা করি, তাহলে তা হবে আশার গুড়ে বালি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও