![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_3%2Fpublic%2Fimages%2F2021%2F04%2F07%2F07-04-2021-16-26-00-dinajpur-pic-02-1.jpg%3Fitok%3D0_2GWZZi%26timestamp%3D1617795394)
ট্রেনে জন্ম তাই বিশেষ বগিতে বাড়ি ফিরল মিতালী
দিনাজপুরে দ্রুতগামী এক্সপ্রেস ট্রেনে জন্ম নেওয়া শিশু মিতালী বাবা-মায়ের সঙ্গে বাড়ি ফিরল ট্রেনের বিশেষ বগিতে। আজ বুধবার দিনাজপুর রেলস্টেশন থেকে ট্রেনের বিশেষ বগিতে নিজ বাড়ির উদ্দেশে যাত্রা করে তারা।
শিশুটির মায়ের নাম মুক্তি বেগম। তিনি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার ভমরাদহ ইউনিয়নের হাজীপাড়া এলাকার মনসুর আলীর স্ত্রী।