কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এমবিবিএস ভর্তিপ্রক্রিয়া কবে, জানাল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

প্রথম আলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২১, ১১:০৫

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএসের প্রথম বর্ষে ভর্তিপ্রক্রিয়া কবে শুরু হতে পারে, তা জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে গত রোববার। এমবিবিএস ভর্তি পরীক্ষায় প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত হয়েছেন ৪৮ হাজার ৯৭৫ জন। তাঁদের মধ্যে প্রথম ৪ হাজার ৩৫০ জন উত্তীর্ণ পরীক্ষার্থীকে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য নির্বাচন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।


করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে সাত দিনের বিধিনিষেধ চলছে। সংক্রমণ না কমলে প্রয়োজনে এ বিধিনিষেধ আরও বাড়তে পারে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এ অবস্থায় এরপরই ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তিপ্রক্রিয়া শুরু করতে চায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ৪ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কোভিড-১৯ মহামারি পরিস্থিতি বাস্তবতা বিবেচনাপূর্বক শিক্ষার্থীদের ভর্তির তারিখ পরে জানানো হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও