টিকা নেওয়ার পর ‘অ্যান্টিবডি টেস্ট’ কি জরুরি?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২১, ২২:৩৯
রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়লো কিনা, টিকা কি কার্যকর? কত প্রশ্ন জাগে মনে।
এক বছরের মহামারীতে কিছুটা স্বস্তির নিঃশ্বাস বয়ে এনেছিল টিকা। তবে সেই স্বস্তিই যেন কাল হয়ে দাঁড়াল।
বর্তমানে করোনাভাইরাস সংক্রমণ গত বছরের চাইতেও দ্রুত গতিতে বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে আবারও শুরু হয়েছে দেশব্যাপি লকডাউন।
টিকার কার্যকারিতা বাড়ানোর জন্য টিকা গ্রহণের পর কিছু সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছিল। টিকার কিছু পার্শ্ব-প্রতিক্রিয়া আছে, আর সেগুলোর মধ্যে কয়েকটিকে ধরা হয় টিকার কার্যকারিতার লক্ষণ।