![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Faduri-1-20210406182458.jpg)
‘সরকার লকডাউন দিল, খাবার তো দিল না’
‘সরকার লকডাউন দিল, খাবার তো দিল না’ —এমন মন্তব্য আদরি বেগম (৪৫) নামের এক ভিক্ষুকের। লকডাউনের দ্বিতীয় দিনে রাজশাহী নগরীর শহীদ কামরুজ্জামান চত্বরে ভিক্ষা করার সময় তিনি এ মন্তব্য করেন।
তাকে প্রশ্ন করা হয়, লকডাউনে করোনায় রাস্তায় নেমেছেন কেন? উত্তরে তিনি উল্টো প্রতিবেদককে প্রশ্ন করেন, রাস্তায় না নামলে মা-মেয়ের পেটের খাবার জোগাবে কে?