লকডাউনের দ্বিতীয় দিন: কাজে যেতে ভোগান্তি
করোনাভাইরাসের বিস্তার রোধের চেষ্টায় সাত দিনের ‘লকডাউনের’ দ্বিতীয় দিনেও রাজধানীতে ‘ঢিলেঢালা ভাব’ চলছে। তবে গণপরিবহন বন্ধ থাকায় যথারীতি ভোগান্তি পোহাচ্ছে কর্মজীবী মানুষ। মঙ্গলবার সকালে রামপুরা, মালিবাগ, কাকরাইল ঘুরে সড়কে আগের দিনের চেয়ে বেশি যানবাহন চলাচল চোখে পড়েছে। কোনো কোনো সড়কে ট্রাফিক সিগন্যালে দেখা গেছে যানবাহনের লম্বা লাইন।
কাকরাইলে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এনামুল করীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকালও মালিবাগ থেকে হেঁটে কাকরাইলের অফিসে এসেছি। আজকে এই অবস্থা। মনে হয়েছে, গতকালের তুলনায় রাস্তায় যানবাহনের সংখ্যা বেড়েছে। রিকশা তো দেদারসে চলছে।”