বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের আমতলা খাল খনন না করেই বাঁধ কেটে দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। পানি উন্নয়ন বোর্ডের সেকশনাল অফিসার (এসও) মো. আমিনুল ইসলামের যোগসাজসে ঠিকাদার তিনটি বাঁধ কেটে দিয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের।
বাঁধ কেটে ভেকু মেশিন নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ঠিকাদারের তিনটি ভেকু মেশিন আটকে দেন। পরে খাল খননের অনিয়মের সাথে জড়িতদের শাস্তি ও ক্ষতিপূরণ দাবিতে সোমবার (০৫ মার্চ) দুপুরে বিক্ষোভ করেন এলাকাবাসী।