চীন ক্রেমলিনের 'তথ্য যুদ্ধ' কৌশল গ্রহণ করেছে
চীন ক্রেমলিনের কৌশল অনুসরণ করছে। তারা এখন আমেরিকার ত্রুটিগুলি তুলে ধরতে চাইছে। সাংস্কৃতিক ভিন্নতা এবং পশ্চিমা দেশগুলোর বর্তমান পরিচয়ের রাজনীতি নিয়ে যে দ্বন্দ্ব তা হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে বলে অপ-তথ্যের বিশ্লেষকদের ধারনা।
অনেকটা ক্রেমলিন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন রুশ প্রচার মাধ্যমের মতো, চীনের অপপ্রচার মাধ্যম এখন আমেরিকা ও পশ্চিম ইউরোপের বর্ণগত অবিচার এবং আয়ের বৈষম্যের সমস্যাগুলি তুলে ধরতে আগ্রহী। বিশেষজ্ঞদের মতে এ কৌশল হচ্ছে, বেইজিংয়ের নিজস্ব অধিকার লঙ্ঘন যার মধ্যে দশ লক্ষেরও বেশি জাতিগত মুসলিম উইঘুরদের আটকে রাখা , তা থেকে মনোযোগ সরিয়ে দেয়া।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- কৌশল
- ক্রেমলিন