![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-04%252Fd8e3dbac-ba82-4878-8622-709295d22a33%252Fpm.jpeg%3Frect%3D0%252C12%252C600%252C315%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
পর্তুগাল লকডাউন শিথিল করছে, চলেছে কনসার্টও | প্রথম আলো
দ্বিতীয় ধাপে লকডাউন শিথিল করছে পর্তুগাল। আজ সোমবার দেশটিতে লকডাউনের নতুন এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এদিন থেকে নির্দিষ্ট ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান, প্রাথমিক, দ্বিতীয় ও তৃতীয় সার্কেলের শিক্ষাপ্রতিষ্ঠান, কফি শপ ও রেস্তোরাঁ, খেলাধুলা কার্যক্রম, শরীরচর্চাকেন্দ্র, জাদুঘর, রাজপ্রাসাদসহ বিভিন্ন প্রদর্শনী কেন্দ্র খুলে দেওয়া হবে।
এদিকে গতকাল রোববার লিসবনে মারতিম মুনিজ স্কয়ারে শপা দা পেদ্রো অ্যাসোসিয়েশনের আয়োজনে ডান্স ও ছোট পরিসরে কনসার্ট অনুষ্ঠিত হয়েছে, যা দিয়ে পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়ার জানান দিচ্ছিল তারা।