১২ হাজার রুপি দিয়ে ভ্যাকসিন কিনতে পাকিস্তানিদের হুড়োহুড়ি
পাকিস্তানে বাণিজ্যিকভাবে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির প্রথম ধাপে হাজার হাজার মানুষ মোটা অঙ্কের অর্থ খরচ করে ভ্যাকসিন কিনছে।
দেশটিতে সরকারিভাবে বিনামূল্যে ভ্যাকসিন দেয়া হচ্ছে সামনের সারির স্বাস্থ্যকর্মী ও ৫০ বছরের বেশি বয়সীদের। কিন্তু ভ্যাকসিন দেয়ার এই গতি বেশ ধীর। এই প্রেক্ষিতে গতমাসে পাকিস্তান সরকার সাধারণ মানুষদের জন্য বেসরকারিভাবে ভ্যাকসিন আমদানির অনুমতি দেয়।