![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fframe-1-20210405145816.jpg)
গাজীপুরের জেলা প্রশাসক করোনায় আক্রান্ত
গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার (৫ এপ্রিল) সকালে গাজীপুর জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় তিনি নিজেই এ কথা জানান। তিনি সকলের কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
লকডাউনের প্রথম দিনে জুম অ্যাপসের মাধ্যমে গাজীপুর জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় লকডাউন সফলে সরকার নির্দেশিত ১৮ দফা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।