সম্প্রীতির ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রদায়িকতার বিষ
ব্রাহ্মণবাড়িয়া আমার শৈশবের স্মৃতির শহর। তিতাসের পাড়ে গড়ে ওঠা এই শহরে যে কোনো জাতীয় দিবসে নৌকাবাইচ হতো। বিস্তীর্ণ দু'পারে হিন্দু-মুসলিম-বৈষ্ণব নারী-পুরুষ-শিশু পাশাপাশি গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে সেই আনন্দ উপভোগ করত। মনে আছে মেড্ডাতে, কালভৈরব মন্দিরের পাদদেশে তিতাসের কোল ছুঁয়ে শ্মশান, একটা ছোট নালা পেরিয়ে কবরস্থান, আর একটু দূরেই ছিল বৈষ্ণবদের সমাহিত করার স্থান। সব সম্প্রদায়ের মানুষ স্ব স্ব সম্প্রদায়ের নিয়ম অনুসারে মৃতদেহ দাফন ও দাহ করে একই নদী তিতাসের জলে গোসল করে, স্নান সেরে পূত-পবিত্র হয়ে নিজ নিজ গৃহে ফিরতেন। এই শহরের রাস্তার দু'পাশে নানা রঙের নানান ফুল ফুটত। এক সন্ধ্যায় ফুল ফোটার মৃদু শব্দ আমি এই শহরেই অবাক বিস্ময়ে শুনেছিলাম। টাউন হলে পি.সি. জুনিয়রের জাদু দেখেছিলাম।