সোনাগাজীতে ২৩ কোটি টাকার তরমুজ উৎপাদন
বঙ্গপোসাগরের উপকূলীয় অঞ্চল ফেনীর সোনাগাজী উপজেলায় এবার ৩১৭ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। এসব তরমুজ পাইকাররা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যানে পৌঁছে দিচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। বেশি ফলন, আকারে বড় ও স্বাদ ভালো হওয়ায় খুশির হাসি তরমুজ চাষিদের মাঝে।
তাদের এখন দম ফেলার সুযোগে নেই। গত কয়েকদিন বেজায় গরম থাকায় দিনভর দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরমুজের কেনার জন্য আসছে পাইকার ও আশপাশের খুচরা বিক্রেতারা। চলতি মৌসুমে তরমুজ চাষে ৯ কোটি টাকা খরচ করে অন্তত ২৩ কোটি টাকার তরমুজ বিক্রির প্রত্যাশা করছেন এসব এলাকার প্রায় অর্ধহাজার তরমুজ চাষি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- উৎপাদন
- তরমুজ
- তরমুজের হাট