![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F800x449x1%2Fuploads%2Fmedia%2F2021%2F01%2F07%2F6031f84369533d6f8fae223cb7d435c4-5ff70c7ac6ff6.jpg%3Fjadewits_media_id%3D707474)
লকডাউনে গ্যাস-বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহে বিশেষ কমিটি
লকডাউনে জরুরি সেবা হিসেবে বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে বিশেষ কমিটি করা হচ্ছে। আগামীকাল এ বিষয়ে জরুরি বৈঠক ডেকেছে বিদ্যুৎ এবং গ্যাস বিতরণ কোম্পানিগুলো।
তারা বলছে লকডাউনে অন্যসব প্রতিষ্ঠান বন্ধ থাকলেও চালু রাখা হচ্ছে শিল্প কারখানা। শিল্পে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এই উদ্যোগ নিতে হচ্ছে। এছাড়া লকডাউনে সাধারণ মানুষ সবাই ঘরে থাকবেন। এই সময়ে সরবরাহ নিরবচ্ছিন্ন না রাখলে গরমে পরিস্থিতি বিরক্তিকর পর্যায়ে চলে যাবে।
সংশ্লিষ্টরা বলছেন ২৪ ঘণ্টা সেবা দিতে যেসব টিম কাজ করতে তাদের রিশিডিউল করে কাজে রাখা হবে। যাতে কোনওভাবেই গ্যাস ও বিদ্যুতের সেবা ব্যহত না হয়। লকডাউনে মানুষের চলাচল সীমিত থাকবে। এই সময়ে কিভাবে বিদ্যুৎ এবং জ্বালানির সেবাদানকারী কর্মীরা সহজে চলাচল করতে পারে তার উপায় বের করা হচ্ছে। গত বছরের অভিজ্ঞতা এবার কাজে লাগানো হবে। একই সঙ্গে যেসব কর্মী কাজের জন্য বাইরে থাকবে তাদেরও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।