![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-08%252Ffcb09f02-ed6a-4c45-9a49-245dabdd00b2%252Fcoronavirus_4.png%3Frect%3D0%252C109%252C1000%252C525%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
বিদেশগামী ১০ জনের নমুনা পরীক্ষায় সবার করোনা শনাক্ত
ফেনীর সোনাগাজী উপজেলায় বিদেশগামী ১০ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের শরীরেই করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় কোভিড-১৯–এ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩১৮। তাঁরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। আজ শনিবার স্থানীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়। গতকাল শুক্রবার রাতে পাওয়া প্রতিবেদনে ওই ১০ জনের করোনা পজিটিভ ধরা পড়ে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, উপজেলায় সংক্রমণ ও মৃত্যুর হার অনেকাংশে কমে যাওয়ার পর হঠাৎ আবারও সংক্রমণ বাড়তে শুরু করেছে।