করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। দেখা দিয়েছে শ্বাসকষ্ট। শনিবার (৩ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ তথ্য দেন।
গোলাম রাব্বানী লিখেন, ‘জ্বর, সর্দিকাশি আর শারীরিক দুর্বলতার সঙ্গে গত দুদিন ধরে শ্বাসকষ্ট আর বুকে চাপ অনুভব করছি। গত রাতে কিছু সময়ের জন্য অক্সিজেন সিলিন্ডারও ব্যবহার করতে হয়েছে।’