![](https://media.priyo.com/img/500x/https://assets.telegraphindia.com/abp/2021/Apr/1617366071_covid.jpg)
দ্রুত ব্যবস্থা না নিলে রাজ্যে দৈনিক সংক্রমণ ১০ হাজার ছাড়াবে, শঙ্কা চিকিৎসকদের
বিধানসভা ভোটের আবহে দ্রুত গতিতে বাড়ছে সংক্রমণ। শারীরিক দূরত্ব বজায় রাখা-সহ অন্য করোনা বিধিগুলি বজায় রাখাও সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে রাজ্যে দৈনিক সংক্রমণ ১০ হাজার পেরিয়ে যেতে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের একাংশের।
শুক্রবার ‘ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম’-এর তরফে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি লিখে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং মুখ্য নির্বাচন কমিশনারকেও চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে সংগঠনের তরফে।