![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-04%252Fd1a5ab67-2771-4de0-9fcf-d858e4d362cd%252Fdesh_US_Virtual_Business_Meeting.png%3Frect%3D0%252C61%252C856%252C449%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
পাটগ্রামে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার আরও একজন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে আবু ইউনুছ মোহাম্মদ সহীদুন্নবী জুয়েলকে (৫০) পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা তিন মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বছরের ২৯ অক্টোবর সন্ধ্যায় বুড়িমারী মসজিদে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ তুলে রংপুরের শালবন এলাকার আবু ইউনুছ মোহাম্মদ সহীদুন্নবীকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। ঘটনার পর থেকে ১৮ দফায় ৪৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, সর্বশেষ বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ইসলামপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় হাফিজুল রহমানকে (৫৮)। গ্রেপ্তার হাফিজুল রহমান বুড়িমারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য এবং ওই ইউনিয়নের বাসিন্দা।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১ বছর আগে