সপরিবারে করোনায় আক্রান্ত নেত্রকোনা পৌরসভার মেয়র
সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান। শুক্রবার (২ এপ্রিল) জেলা সিভিল সার্জন ডা. সেলিম মিয়া তাদের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।
নেত্রকোনা সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল কবীর রিয়াদ বলেন, জেলা সদর হাসপাতালে শুক্রবার নজরুল ইসলাম খান ও তার পরিবারের সদস্যদের করোনা পরীক্ষা করা হয়। এতে তিনি, তার স্ত্রী জাকিয়া আক্তার ও ছেলে জারিফ খান কোভিড পজেটিভ রোগী হিসেবে শনাক্ত হন।