চট্টগ্রামে দোকানপাট ও বিপনিকেন্দ্র সন্ধ্যা ৬টার পর বন্ধ
করোনাভাইরাসের সংক্রমণ মারাত্মক রূপ নেওয়ায় চট্টগ্রামে দোকানপাট ও বিপনিকেন্দ্র সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
করোনাভাইরাসের যাবতকালের সর্বোচ্চ রোগী শনাক্ত হওয়ার দিন শুক্রবার থেকেই এই নির্দেশনা কার্যকর হয়েছে বলে জেলা প্রশাসক মো. মমিনুর রহমান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, হোটেল-রেস্তোরাঁ, বিপণিবিতান, শপিং মল ও পাড়া-মহল্লার দোকানপাটও সন্ধ্যা ৬টার পর থেকে বন্ধ থাকবে। শুধু ওষুধের দোকান এবং কাঁচাবাজার খোলা থাকবে।
সংক্রমণ নিয়ন্ত্রণে শনিবার ‘আরো কঠোর’ নির্দেশনা আসতে পারে বলেও জানান জেলা প্রশাসক।