 
                    
                    ৩ সন্তানের জননীকে গণধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩ সন্তানের জননী এক বিধবা নারীকে (৩৫) গণধর্ষণ ও ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে। ধর্ষণের ঘটনা প্রকাশ করলে ধারণ করা ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশের হুমকি দিয়েছে অভিযুক্তরা। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
গত বুধবার (৩১ মার্চ) দিবাগত মাঝরাতে উপজেলার সাপমারা ইউনিয়নের কৌচাকৃষ্ণপুর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় তিন সন্তানের জননী বিধবা নারী রাতেই পরিবারের কাছে ঘটনাটি প্রকাশ করে। পরের দিন গত বৃহস্পতিবার (১ মার্চ) দুপুরে তারা বৈরাগীর হাট পুলিশ তদন্ত কেন্দ্রে উপস্থিত হয়ে দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে এজাহার জমা দেয়।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                