![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%2F2021-04%2F6156d89f-d1cf-42f9-933c-5862ee56bc6d%2Fkill.png%3Fformat%3Dwebp%26w%3D1366%26dpr%3D1.0)
দেবীদ্বারে ছুরিকাঘাতে জোড়া খুন
কনের গায়েহলুদের অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানো ও উত্ত্যক্তকে কেন্দ্র করে কুমিল্লার দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের জীবনপুর গ্রামের ইনসাফ মার্কেট এলাকায় গতকাল বুধবার রাতে দুই পক্ষের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে ২ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় কনের বাবাসহ দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়।
এ নিয়ে থানায় আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি। লাশ দুটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে বৃহস্পতিবার বিকেলে হস্তান্তর করা হয়।