![](https://media.priyo.com/img/500x/https://ichef.bbci.co.uk/news/1024/branded_bengali/33E9/production/_117798231_7f450409-17eb-4b40-b107-b9ec328b7d4d.jpg)
সরকারি বিধি-নিষেধের প্রতিবাদে মোটরসাইকেল চালকরা
বাংলাদেশে করোনাভাইরাসের 'সংক্রমণ ঠেকানোর' জন্য সরকার যে বিধি-নিষেধ দিয়েছে সেটির বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে রাইড শেয়ারিং মোটরসাইকেল চালকরা।
মোটরসাইকেল চালকেরা আজ (বৃহস্পতিবার) ঢাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এছাড়া বিধি-নিষেধ উপেক্ষা করে অনেকে যাত্রী পরিবহন করছে।
রাজধানী ঢাকার অন্তত পাঁচটি জায়গায় - ধানমন্ডি ২৭ নম্বর সড়ক, প্রেসক্লাবের সামনের সড়ক, আগারগাঁও, শাহবাগ এবং বাড্ডায় মোটরসাইকেল চালকরা রাস্তায় দাঁড়িয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। মোটরসাইকেল চালকরা রাস্তায় বিক্ষোভে নামলে শহরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।