ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডব: ১১ মামলা, ১০ হাজারের বেশি আসামি, গ্রেপ্তার ২১

ডেইলি স্টার ব্রাহ্মণবাড়িয়া প্রকাশিত: ০১ এপ্রিল ২০২১, ১২:৪০

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৬ মার্চ থেকে শুরু করে ২৮ মার্চ পর্যন্ত তিন দিনে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় এখন পর্যন্ত মোট ১১টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আসামির সংখ্যা ১০ হাজারের বেশি।


ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এখন পর্যন্ত হওয়া ১১টি মামলায় আসামি ১০ হাজারের বেশি। পুলিশ এ পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করেছে।’


ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা ও জেলা ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সদর মডেল থানায় আটটি মামলা করা হয়েছে। আশুগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজায় হামলা ও প্লাজা সংলগ্ন পুলিশ ফাঁড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগে আশুগঞ্জ থানায় দুটি মামলা এবং সরাইল বিশ্বরোড মোড়ের হাইওয়ে থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সরাইল থানায় একটি মামলা করা হয়েছে।


এসব মামলায় ১০৭ জনকে নামে এবং ১০ হাজারের বেশি মানুষকে অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে সদর থানা পুলিশ ১৮ জন ও আশুগঞ্জ থানা পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও