কওমি মাদরাসার পরীক্ষা পেছাল
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ৩০ মার্চ ২০২১, ২২:৫৬
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে কওমি মাদরাসার দাওরা পরীক্ষা তিনদিন পেছানো হয়েছে। পূর্ব নির্ধারিত ৩১ মার্চের পরিবর্তে এ পরীক্ষা শুরু হবে আগামী ৩ এপ্রিল থেকে। মঙ্গলবার (৩০ মার্চ) বেফাকের প্রশাসনিক কর্মকর্তা মো. আবুল কাশেম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড ও সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ৩ এপ্রিল শুরু হয়ে এ পরীক্ষা চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত।’ তিনি আরও বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী আমাদের মাদরাসা বন্ধ আছে। তবে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়া হবে।