সন্ধ্যায় কাঠমান্ডু জয়ে মাঠে নামবে বাংলাদেশ
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ট্রফি জিতে নেপাল থেকে ফিরতে চান ফুটবলাররা। ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে নেপালকে হারালে দেড়যুগ পর আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা জিতবে বাংলাদেশ। সর্বশেষ ২০০৩ সালে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মালদ্বীপকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৫.৪৫ মিনিটে।
সাফ চ্যাম্পিয়নশিপ ও বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে উঠলেও, বাংলাদেশকে সন্তুষ্ট থাকতে হয় রানার্সআপ হয়ে। ২০১০ সালে ঢাকায় এসএ গেমস ফুটবলের স্বর্ণ জিতলেও সেটা ছিল অনূর্ধ্ব-২৩ দলের।