নওগাঁয় পিয়াজের বীজের আবাদে লাভের স্বপ্ন দেখছেন চাষিরা
নওগাঁর মান্দায় পিয়াজের বীজের আবাদ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন চাষিরা। গত বছর দাম ভাল পাওয়ায় এবার বিজ চাষে আগ্রহ বেড়েছে তাদের। এলাকায় উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের না পাওয়ায় চাষিরা বিভিন্ন কীটনাশক কোম্পানির প্রতিনিধিদের পরামর্শ নেওয়ায় বাড়তি খরচ হচ্ছে। তবে কৃষি অফিসের পরামর্শ পেলে তারা আরো এগিয়ে যাবেন বলে মনে করছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর জেলায় ১৪ দশমিক ৮৩ হেক্টর জমিতে পিয়াজের বীজের আবাদ করা হয়েছে। এর মধ্যে মান্দায় ১০ হেক্টর জমিতে বীজের আবাদ হয়েছে। গত দুই বছর থেকে দেশে পিয়াজের বাজার অস্থির। প্রতি কেজি পিয়াজ ১০০-১৫০ টাকা কেজি পর্যন্ত বিক্রি হয়েছে।