কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দোলের আগে ও পরে যেভাবে নেবেন ত্বকের যত্ন

এইসময় (ভারত) প্রকাশিত: ২৮ মার্চ ২০২১, ১১:০০

রঙিন হওয়ার দিন আজ। আর দিনটি যখন রবিবার তখন তার আনন্দ যে দ্বিগুণ হবে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। গত বছর ঠিক এই সময় কোভিড আতঙ্কে ভুগছে বিশ্ব। বসন্তের রং ফিরে হয়ে গিয়েছিল অনেকটাই। বন্ধ ছিল যাবতীয় বসন্ত উৎসব। আবারও পাল্লা দিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। খবর আসছে মৃত্যুরও।

তবুও এবছর যেন সকলে অনেকটাই বাঁধনছাড়া। ভোটের আবহে ছুটির দিনে দোল নিশ্চয় উপভোগ করবেন, কিন্তু মেনে চলুন সাধারণ কিছু নিয়ম। পরিবার আর বন্ধুদের স্বার্থে এবার খুব বেশি জনসমাগম না রাখাই ভালো। মুখে মাস্ক, চোখে রোদচশমা অবশ্যই থাকুক। স্টাইলের জন্য মাথায় থাক বোহো হেডব্যান্ডস। সেই সঙ্গে খেলার আগে ও পরে ভালো করে ত্বকের যত্ন অবশ্যই নেবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও