![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252F44f32335-3a67-40b6-b5a6-ca8809588446%252Falwaysramcharan_137532059_425053981950723_4381848755499492062_n.jpg%3Frect%3D0%252C33%252C1080%252C567%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
রাম চরণের জন্মদিনে উড়ল ফানুস, ফুটল আতশবাজি
ভারতের হায়দরাবাদে ‘আরআরআর’ সিনেমার সেট থেকে অনলাইনে ঘুরে বেড়াচ্ছে ভিডিওটি। সেটভর্তি শত মানুষ উল্লাস করছে। আকাশে ভেসে বেড়াচ্ছে বেলুন, ফানুস। একঝাঁক বেলুনের সঙ্গে ব্যানারে লেখা উঠছে, ‘হ্যাপি বার্থডে রাম চরণ।’ নানা রঙে আলোকিত আকাশে ছড়িয়ে পড়ছে আতশবাজি।
এদিকে ‘বার্থডে বয়’ রাম চরণ জড়িয়ে ধরে আছেন পরিচালক এস এস রাজামৌলিকে। এই পরিচালকই বানিয়েছেন ‘বাহুবলী।’ এর মাঝে অনেকে এসে জড়িয়ে ধরছে রাম চরণকে। গতকাল শনিবার ছিল দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা রাম চরণের ৩৫তম জন্মদিন।