You have reached your daily news limit

Please log in to continue


হুইলচেয়ারে বসেই ফুটবল খেললেন মমতা!

হুইলচেয়ারে বসেই ভরা রাজনৈতিক সমাবেশে ফুটবল ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হ্যাঁ, এমন কাণ্ডই ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে। এদিন সভা চলাকালীন মমতার টেবিলে একটি ফুটবল রাখা ছিল। বক্তব্যের মাঝেই 'খেলা হবে' স্লোগান দেওয়ার সময়ই তৃণমূলনেত্রী বলেন, 'একটা ছেলে এই বলটা নিয়ে এসেছে। এটা প্লাস্টিকের ফুটবল। আমায় বলতে পারতে, আমি জয়ী বল নিয়ে আসতাম।' এরপরই সভায় থাকা এক মহিলা তৃণমূলকর্মীকে ডেকে নেন মমতা। ওই মহিলা সামনে আসতেই তৃণমূল সুপ্রিমো বলেন, 'আমি বসে বসে ছুড়ব। ধরতে পারবেন তো?' মহিলার সম্মতি মেলার পরই মঞ্চ থেকে বল ছুড়ে দেন মমতা। তারপরই বলটি ধরেন ওই মহিলা। এরপরই মমতা বলেন, 'বোল্ড আউট, BJP বোল্ড আউট। খেলতে আমিও ভালো পারি। এক পায়েই এমন শট দেব না, BJP তোমাকে বের করে দেব। আমিও ট্রেডমিলে দু'ঘণ্টা হাঁটি। এখন বন্ধ আছে পায়ের জন্য। দেখলেন তো হাতের জোর দেখালাম।'
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন